কলকাতা, ২৬ মার্চ: আগামিকাল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Elections 2021)। নির্বাচনের আগে কমিশনের সঙ্গে দেখা করতে কলকাতা অফিসে যান তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) ও কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, ফৌজদারি মামলায় জড়িত এমন অনেক লোক নন্দীগ্রাম, ভগবানপুর এবং হরিপুরে বসবাস করছে। তারা নির্বাচনী এলাকার ভোটারও নয়। তাদের জন্য ভোটাররা ভোট দিতে যেতে ভয় পাচ্ছে। এমনকি তাদের হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।
এই দাবি নিয়েই নির্বাচন কমিশনের কলকাতার অফিসে বৈঠক করতে যান দুই সাংসদ। তাঁরা এই দাবিটি কমিশনের কাছে রাখেন। কমিশনের তরফে কী জানানো হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। আরও পড়ুন, রাত পোহালেই প্রথম দফার ৩০ আসনে ভোট, জেনে নিন কোন দলের কে প্রার্থী
TMC leaders Derek O'Brien & Kakoli Ghosh Dastidar visit EC office in Kolkata.
"Many people with criminal records are living in Nandigram, Bhagwanpur & Haripur aren't voters of constituency. Voters are being scared & threatened. EC should ensure voters' safety," says Dastidar pic.twitter.com/ZpQUqURgEn
— ANI (@ANI) March 26, 2021
আগামীকাল ভোট হবে ৩০টি বিধানসভা আসনে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন হবে জঙ্গলমহলের অধিকাংশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে ভোট। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।