Dilip Ghosh Meets Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতাঃ সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এই নিয়ে বিজেপর অন্দরে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দলেরই অন্যান্য নেতাদের সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। নাম না করে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁদের চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন দিলীপ। এবার বিজেপি নেতার পাশে দাঁড়ালেন তৃণমূলের কুণাল ঘোষ।

এবার দিলীপ ঘোষের পাশে কুণাল, বিজেপি নেতার দিঘা ভ্রমণ নিয়ে কী বলছেন তৃণমূলের ঘোষ?

এই প্রসঙ্গে কুণাল বলেন, "ভগবান জগন্নাথের উপরে কে আছে?" দিলীপ ঘোষের দিঘা ভ্রমণ নিয়ে কুণাল বলেন, "আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। রাজনৈতিক লড়াই জারি থাকবে। ভগবানের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়ে রাজ্যরে অন্যান্য দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই তালিকায় শুধু বিজেপি নেতারা নন সিপিএমের একাধিক নেতা ছিলেন। সিপিএম নেতা বিমান বোস, রবীন দেব দেরও আমন্ত্রণ জানানো হয়। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন। স্ত্রীকে নিয়ে এসেছেন। তাতে এত সমস্যা কোথায়? তাঁকে কেন নিশানা করছেন বিজেপি নেতারা?" শুধু তাই নয় দিলীপের রাজনৈতিক কেরিয়ারের প্রশংসা করে কুণাল আরও বলেন, "দিলীপ ঘোষ কিন্তু আজ থেকে বিজেপি করছেন না। তাঁকে যারা আক্রমণ করছেন তাঁরা বিজেপিতে নতুন। তপন সিকদারের পর বিজেপিতে দিলীপ ঘোষের যে গ্রহণযোগ্যতা ছিল তার সঙ্গে তাঁরা পেরে উঠবেন না। দিলীপ ঘোষকে সামনে থেকে সরিয়ে দিয়ে বিজেপির ফল আরও খারাপ হয়েছে বলে মনে করি।"

দিঘা ভ্রমণ বিতর্কে দিলীপ ঘোষের পাশে কুণাল