অনুব্রত মণ্ডল

তারাপীঠ, ২৭ মার্চ: করোনাভাইরাসের প্রকাপ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে তারাপীঠে (Tarapith) যজ্ঞ (Yagam) করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্যোগে এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা আবহে দলনেত্রীর জন্য মায়ের কাছে প্রার্থনাও করেছেন অনুব্রত।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই তারাপীঠ মন্দিরে আপাতত বন্ধ ভক্তদের আনাগোনা। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার একটি যজ্ঞের আয়োজন করেন। তারাপীঠের মহাশ্মশানে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। অনুব্রত মণ্ডল এই যজ্ঞে উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ সভাপতি ত্রীদিব ভট্টাচার্য সহ বেশ কয়েকজন জেলা নেতা। শ্মশানের এই অনুষ্ঠানে নিয়ম মেনে ৭ জনের কম মানুষ উপস্থিত ছিলেন। দুই থেকে তিন মিটার দূরে দূরে বসিয়ে শ্মশান যাত্রী ও শ্মশানের সাধুদের খাওয়ানো হয়। সকলকে খাবার খাওয়ানো হয় সর্ব শান্তির জন্য। আরও পড়ুন: Kolkata: লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

অনুব্রত মণ্ডল বোলপুরের বাড়িতে বসে বলেন, "করোনাভাইরাসের কারণে ভীতসন্ত্রস্ত। তারামা যাতে সবাইকে ভালো রাখে তার জন্য এক মণ কাঠ পুড়িয়ে এই আচার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের জন্য দিন রাত এক করে কাজ করে চলেছেন। তিনি চান সবাই সুস্থ থাকুন। তাই আমরা যজ্ঞের আয়োজন করেছি। আমরা গোটা দেশবাসীর সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুন। আর চাই মুখ্যমন্ত্রীর মনোবল আরও বাড়ুক। মায়ের কাছে বলেছি সকলেই সুস্থ থাক। মুখ্যমন্ত্রীকে শক্তি দাও।"