বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: Facebook)

কলকাতা, ২৬ মার্চ: লকডাউন (Lockdown) পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পুলিশ কমিশনার অনুজ শর্মাকে (Anuj Sharma) সঙ্গে নিয়ে পোস্তা (Posta) বাজারে যান মুখ্যমন্ত্রী। পাইকারি বাজার খোলা রাখার নির্দেশ দেন। পাশাপাশি সবজি বিক্রেতাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করতে বলেন। পোস্তার পর জানবাজারে যান মুখ্যমন্ত্রী। নিজে রাস্তায় ১ মিটার দূরত্বে পর পর গোল করে বৃত্ত এঁকে দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন সবজি বিক্রেতাদের সঙ্গে। তঁদের বুঝিয়ে ও দেখিয়ে দেন কীভাবে ক্রেতদের মালপত্র বিক্রি করবেন। তবে শুধু সাধারণ মানুষের কথায় ভাবছেন না মুখ্যমন্ত্রী। তাঁর মাথায় রয়েছে পশুপাখিদের রক্ষা করার বিষয়টিও। তাই রফি আহমেদ কিয়োদাই রোড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পরে লেক মার্কেটে যান মুখ্যমন্ত্রী। লকডাউন চলাকালীন সাধারণ মানুষের যাতে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে অসুবিধা না হয়, এবং করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাজারে যাতে সবরকম সতর্কতা অবলম্বন করা হয় সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে

করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যেই ২০০ কোটির প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে যেভাবে করোনা পরিস্থিতির জেরে লকডাউন শুরু হয়েছে, তাতে ধাক্কা খাচ্ছে কৃষি, শিল্প, বাণিজ্য। যা সার্বিকভাবেই প্রভাব ফেলছে অর্থনীতিতে। এমন অবস্থায় কেন্দ্রীয় সাহায্যের পাশাপাশি নাগরিকদেরও সাধ্যমতো অনুদান দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সেই বৈঠকে উপস্থিত রাজ্যের রাজনৈতিক দলগুলির তরফে পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা। প্রসঙ্গত, জেলার হাসপাতালগুলিতে করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের জন্য বাম বিধায়করা তাঁদের তহবিল থেকে অন্তত ১০ লাখ অর্থ বরাদ্দ করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বাম পরিষদীয় দলের এই সিদ্ধান্ত সম্প্রতি জানানো হয়েছে। গতকালই তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারি ত্রাণ তহবিলে ১ কোটি অনুদান দেওয়া হয়েছে। আরও পড়ুন: CM Mamata Banerjee Letter To 18 Chief Minister: লকডাউনে দেশের বিভিন্ন স্থানে আটকে রাজ্যের বাসিন্দারা, ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা ব্যানার্জি

লকডাউনের (Lockdown) কারণে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের জন্য পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি (CM Mamata Banerjee)। ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন। এ রাজ্যের বাসিন্দাদের যাতে প্রাথমিক সুবিধা দেওয়া হয় তার আবেদন করেছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন, এ রাজ্যের বাসিন্দাদের যাতে প্রাথমিক আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন মেটানো যায় তা দেখা হোক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যেও অন্য রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের প্রাথমিক সুবিধা দেওয়া হচ্ছে।