মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ২৬ মার্চ: লকডাউনের (Lockdown) কারণে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের জন্য পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি (CM Mamata Banerjee)। ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন। এ রাজ্যের বাসিন্দাদের যাতে প্রাথমিক সুবিধা দেওয়া হয় তার আবেদন করেছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখছেন, এ রাজ্যের বাসিন্দাদের যাতে প্রাথমিক আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন মেটানো যায় তা দেখা হোক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ রাজ্যেও অন্য রাজ্যের আটকে পড়া বাসিন্দাদের প্রাথমিক সুবিধা দেওয়া হচ্ছে।

যে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি চিঠি দিয়েছে তাঁরা হলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিস ইয়েদুরাপ্পা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রীবেন্দ্র সিং রাওয়াত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যন্ত্রী জয়মোহন রেড্ডি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও পড়ুন: Center Announces Relief Package Of For Poor: করোনা মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, ঘোষণা কেন্দ্রের

এদিকে নতুন করে রাজ্যের একজনের শরীরে পাওয়া গেল করোনাভাইরাস। নয়াবাদের বাসিন্দা ওই ৬৬ বছরের বৃদ্ধের বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। যা বেশ আশঙ্কার। ওই বৃদ্ধ সম্প্রতি মেদিনীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গেছিলেন। সেখানে বিদেশ ফেরত বেশ কয়েকজন আমন্ত্রিত ছিলেন। তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসুস্থ অবস্থায় গত ২৩ তারিখ পিয়ারলেস হাসপাতালে ভরতি হয়েছিলেন আক্রান্ত বৃদ্ধ। বুধবার রাতে তাঁর রক্তের নমুনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।