অনুব্রত মণ্ডল(Photo Credit: Facebook)

বোলপুর, ২৮ এপ্রিল: অষ্টম দফার ভোটের আগেই গরু পাচার কাণ্ডে সিবিআইএর ডাক পেয়েছিলেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)৷ তবে ভোট যখন বীরভূমে, তিনি তো খবরে থাকবেনই৷ রয়েওছেন, গতকাল তাঁকে নজরবন্দি করেছিল কমিশন৷ ভোটের আগে জেলার তৃণমূল সভাপতিকে নজরবন্দি করা নতুন কোনও ঘটনা নয়৷ এর আগে ১৯-এর লোকসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট দিতে গয়েছিলেন কেষ্ট মন্ডল৷ তবে এবারেও নজরবন্দি হয়ে রীতিমতো নির্বিকার চিত্তে বীরভূমের জননেতা বলেছিলেন, ঘরের মধ্যে চারজনে খেলা হবে৷ রাত পোহাতে না পোহাতেই শুরু হয়ে গেছে খেলা৷ কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিত্বেই গাড়ি-সহ উধাও হয়ে গেছেন অনুব্রত মন্ডল৷ তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছে না৷  আরও পড়ুন-Nuwan Zoysa Banned From Cricket: দুর্নীতির অভিযোগ, ক্রিকেট থেকে বহিষ্কৃত শ্রীলঙ্কার নুয়ান জয়সা

জানা গেছে, জেলাশাসক থেকে শুরু করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে অনুব্রত মন্ডলের সন্ধান পেতে খোঁজ চালাচ্ছেন৷ এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ অনুব্রত মন্ডল গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন৷ পিছনেই ছিল নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি৷ আচমকাই অনুব্রতবাবুর গাড়ি চালক গতি বাড়াতে তাল মেলাতে পারেনি কমিশনের গাড়ি৷ একই অবস্থা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি চালকেরও৷ মাঝে অন্য একটা গাড়ি চলে আসায় কিছুক্ষণের জন্য দৃষ্টির বাইরে চলে যান তৃণমূলের জেলাসভাপতি৷ তারপর থেকেই তাঁকে গাড়ি সমেত খুঁজে চলেছেন জেলাশাসক, কেন্দ্রীয় বাহিনীও নির্বাচন কমিশন৷ বেলা গড়িয়ে দুপুর নামলেও এখনও তাঁর সন্ধান মেলেনি৷ ইতিমধ্যেই অনুব্রতবাবুর খোঁজে বীরভূমের সমস্ত থানায় খবর দেওয়া হয়েছে৷ ভোটের আগের দিন তৃণমূলের সভাপতির এমন নিরাপত্তা বলয়ের মাঝ থেকে উধাও হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে