Manas Bhunia (Photo: FB)

কলকাতা, ১৯ সেপ্টেম্বর: আইকোর চিটফান্ড মামলার (ICore Chit Fund Case) তদন্তে এবার মন্ত্রী মানস ভুঁইয়াকে (Manas Bhunia) তলব করল সিবিআই (CBI)। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। এই মামলায় এর আগে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাঁর অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গিয়েছে, একটি ভিডিয়োর সূত্র ধরে মানস ভুঁইয়াকে তলব করা হয়েছে। যেখানে মানস ভুঁইয়াকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আরও পড়ুন: Kolkata Maa Flyover: মা ফ্লাইওভারে আত্মহত্যা, ফ্লাইওভারে বাইক দাঁড় করিয়ে মরণঝাঁপ

আইকোর চিটফান্ড কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি ভিডিয়ো ফুটেজ। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, আইকোর সংস্থার মালিক অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। সেই ভিডিয়োর সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেন সিবিআই তদন্তকারীরা। ১৩ সেপ্টেম্বর ক্যামাক স্ট্রিটে শিল্পসদনে হাজির হন সিবিআই অফিসাররা। সেখানেই ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব।