Kolkata Maa Flyover: মা ফ্লাইওভারে আত্মহত্যা,  ফ্লাইওভারে বাইক দাঁড় করিয়ে মরণঝাঁপ
Crime Scene. (Photo Credits: Twitter)

কলকাতা, ১৯ সেপ্টেম্বর: রবিবার সকালে কলকাতা মা ফ্লাইওভারে (Kolkata Maa Flyover) আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। লেকটাউনের শ্রীভূমির (Laketown) এক বাসিন্দা পার্ক সার্কাসের দিক থেকে বাইক নিয়ে মা ফ্লাইওভারে উঠে, বাইক থামিয়ে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বছর ৫৮-র সেই ব্যক্তির নাম প্রণব কুণ্ডু (Pranab Kundu)। তাঁর দেহটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর আজ, রবিবার সকাল ৬টা ৪৫ নাগাদ এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। ব্রিজের উপরেই পড়ে ছিল মৃত ব্যক্তির বাইক, হেলমেট, জুতো।

দেহটি উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফ্লাইওভারের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিস। কী কারণে সেই ব্যক্তি আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। আরও পড়ুন: 'দিদি, অভিষেক আমায় বড় সুযোগ দিয়েছেন, বাংলার উন্নয়নে কাজ করব', বললেন বাবুল

পুলিশ সূত্রে খবর, প্রণব কুণ্ডু নামের লেকটাউনের বাসিন্দা সেই ব্যক্তি পার্ক সার্কাসের দিক থেকে মা ফ্লাইওভারে ওঠেন। তারপর তিনি সায়েন্স সিটির কাছাকাছি এসে পরমা আইল্যান্ডের কাছে ব্রিজের উপরেই বাইকটি দাঁড় করান তিনি। এরপর সেখান থেকেই নীচে ঝাঁপ দেন তিনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানা পুলিশ।