TMC Leader Abbas Hossain Left Party: 'অনুব্রত মণ্ডলকে বলেও হয়নি কাজ', পুরসভা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দল ছাড়লেন ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর
প্রতীকী ছবি(Photo Credit: PTI)

বীরভূম, ২৪ নভেম্বর: শাসক দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর আব্বাস হোসেন (Abbas Hosain)। পুরসভার প্রশাসককে কাঠগড়ায় দাঁড় করিয়ে মঙ্গলবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন রামপুরহাটের (Rampurhat) কাউন্সিলর (Councillor) আব্বাস হোসেন। সম্মান দেওয়া হচ্ছে না দলীয় কর্মীদের, নেওয়া হচ্ছে না কোনও মতামত। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে দল ছাড়লেন আব্বাস হোসেন।

দোড়গোড়ায় ২০২১ বিধানসভা নির্বাচন। তার আগেই বড়সড় ধস নামল অনুব্রত মণ্ডলের গড়ে। এই এলাকার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে একাধিকবার অশ্বিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনও লাভ মেলেনি বলে দাবি আব্বাস হোসেনের। দল ছাড়ার সময় আবেগবিহ্বল হয়ে পড়েন আব্বাস। তিনি বলেন, "জন্ম থেকে রয়েছে এই দলের সঙ্গে। অত্যন্ত দু:খের সঙ্গে দলটা ছাড়তে বাধ্য হলাম।"