Photo Credits: ANI

গতকাল, তিনি বলেছিলেন ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে। আজ, মঙ্গলবার ফের তার পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বললেন, " তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। তৃণমূল কেবলমাত্র একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোম্পানির চেয়ারম্যান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ম্য়ানেজিং ডিরেক্টর হলেন তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমি কোম্পানির মালকিনকে হারিয়েছি।"

সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, উনি শুধু কোম্পানির একজন কর্মচারী। ওডিশার ট্রেন দুর্ঘটনায় রাজ্যের কয়েকজনের চিকিতসা হচ্ছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ওডিশায় কটক থেকে ফিরে পশ্চিম মেদিনীপুরে যান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে। যা নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বললেন, " এগুলো সবই ফোটোশ্যুট। বাংলায় কোনওরকম মেডিক্যাল সুবিধা নেই, পরিকাঠামো নেই। আরও পড়ুন-দু দিন পর ফের ওডিশায় মমতা, কটকের হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন দিদি

দেখুন ভিডিয়ো

পঞ্চয়েত নির্বাচনের আগে দলের সংগঠন গোছাতে হিমসিম খাচ্ছেন শুভেন্দু। দিল্লি থেকে রাজ্যজুড়ে অনেক সভা করার টার্গেট দেওয়া হয়েছে রাজ্য বিজেপি নেতাদের। পঞ্চায়েত নির্বাচন সামনেই, তারপর শুভেন্দুর অগ্নিপরীক্ষার লোকসভা নির্বাচন। লোকসভায় ভাল ফল করতে হলে পঞ্চায়েতে দলকে গোছানোর কাজ করতে হবে শুভেন্দুকে। তার আগে তৃণমূলকে বারবার আক্রমণ করে চলেছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা।