কলকাতাঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) প্রতিবাদে ৪ সেপ্টেম্বর ফের রাত জাগল বাংলা। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে কাঁপল শহরের রাজপথ থেকে গ্রামবাংলার অলিগলি। আর এই রাত দখল কর্মসূচির মাঝেই মাথাভাঙায়(Mathabhanga) আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বুধবার কোচবিহারের(Cooch Behar) মাথাভাঙা শহরের চৌপতিতে গণতান্ত্রিক লেখক সংগঠন এবং ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রাস্তাজুড়ে প্রতিবাদের নানা ছবি এঁকেছিলেন শিল্পীরা। জল ঢেলে সে সব মুছে দেওয়া হয়। প্রতিবাদীদের মারধর করা হয় বলেও অভিযোগ। আন্দোলনকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা শাসকদলের বক্তব্য, এই কর্মসূচির পিছনে রাজনৈতিক যোগ রয়েছে। মাথাভাঙার তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, "আর জি করে যা ঘটেছে তার প্রতিবাদে আমরাও মিছিল করেছি। আমরাও দোষীদের শাস্তি কঠোর চাই। সরকারও পাশে রয়েছে, সবসময় সহযোগিতা করছে। কিন্তু সিপিএম এবং কিছু বুদ্ধিজীবী এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। ওরা শাস্তি চায় না। পদত্যাগ চায়।" রাস্তায় আঁকা ছবি মুছে দেওয়ার অভিযোগও অস্বীকার করেননি তৃণমূল নেতা। এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন আন্দোলনকারীরা।
মাথাভাঙায় আন্দোলনকারীদের উপর হামলা
I strongly condemn the appalling, disgusting & cowardly attack on the peaceful protestors of Mathabhanga; Cooch Behar district, by TMC Block President Biswajit Roy and other TMC goons.
The protesting citizens were participating in the "Reclaim the Night" & "light up for Justice"… pic.twitter.com/EX6brzM9Xx
— Suvendu Adhikari (@SuvenduWB) September 4, 2024