দিনহাটা: লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ। মঙ্গলবার রাতে কোচবিহারে (Cooch Behar) সংঘর্ষটি ঘটে। সূত্রে খবর, সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন । লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর এই প্রথম এমন ঘটনা। আজ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে তৃণমূল।
সূত্রে খবর, চেয়ারম্যান গৌরিশংকর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) জন্মদিন পালন চলছিল। সেইসময় নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) দিনহাটা নিগম নগর এলাকায় দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফিরছিলেন, তখন নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আরও পড়ুন: Mahua Moitra: মহুয়া মৈত্রের অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের
দেখুন
STORY | TMC-BJP clash amid rallies led by Union MoS, state minister in West Bengal's Cooch Behar
READ: https://t.co/iP9mJ8qzJY
VIDEO: pic.twitter.com/EJjensWXcd
— Press Trust of India (@PTI_News) March 19, 2024
সংঘর্ষ চলাকালীন দিনহাটার এসডিপিও উভয় পক্ষের কর্মীদের শান্ত করতে সেখানে পৌঁছলে কিছু লোক তাকে আক্রমণ করে, তিনি মাথায় আঘাত পেয়েছেন।