কলকাতাঃ বৃষ্টি মাথায় একুশের (21 July Rally) মঞ্চ থেকেই আগামী লক্ষ্য দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূলের (Trinamool Congress) 'সেকন্ড ইন কমান্ড।' একুশের মঞ্চে অভিষেকের সাফ কথা, "তৃণমূল বিশুদ্ধ লোহা। একে যত গলাবে তত মজবুত হবে।" রবি সকালে একুশের মঞ্চ থেকে অভিষেক বলেন, "আমরা মানব সেবায় বিশ্বাসী। বাড়িতে ঠাকুরঘরে ধর্ম করি। বাইরে মানুষের ভোটে আমরা নির্বাচিত। তাই আমাদের কোনও ধর্ম নেই। আমাদের একটাই ধর্ম, তা হল মানব ধর্ম।" ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়া যাবে না, জোর গলায় বলেন তিনি। "২০২২ সালে একুশে জুলাইয়ের পরের দিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তাহলে স্বাধীন ভারতের সর্ব বৃহৎ নিট কেলেঙ্কারির কারণে ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করল না ইডি? কেন এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ?" এই বলে মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ শানান তিনি। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর কয়েকদিনের বিরতি নিয়েছিলেন অভিষেক। কেন সেই বিরতি, তার কারণও এ দিন ব্যাখ্যা করেন তিনি। তাঁর কথায়, "এই যে এক-দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আমাকে দেখেননি আপনারা, তার কারণ আমি পর্যালোচনায় ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসে এর ফল দেখতে পাবেন। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি।" মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে ভোটে জিতিয়ে দেবেন না! গায়ে গতরে পরিশ্রম করে নির্বাচনে লড়তে হবে, তৃণমূল নেতাকর্মীদের সাফ জানিয়ে দেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ। "একুশের আগে যাঁরা তৃণমূলে দমবন্ধ লাগছিল বলে বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। কথা দিয়েছিলাম, যাঁরা দলে ঢুকছে,তাঁদের কাউকে তৃণমূলের একটা সৈনিকের উপরেও ছড়ি ঘোরাতে দেব না", একুশের মঞ্চ থেকে সবশেষে বড় ইঙ্গিত দেন অভিষেক।
West Bengal: At TMC's rally in Kolkata, party General Secretary Abhishek Banerjee says "BJP has stopped all funds due to Bengal. In Lok Sabha elections, people taught them a lesson. They said 'Abki Baar 400 Paar' but stopped at 240. They used ED, CBI against TMC but did not get… pic.twitter.com/8ahXjUZGcZ
— ANI (@ANI) July 21, 2024