Representational Image (Photo Credit: File Photo)

ছেলে আইআইটি খড়গপুরের () ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া। পড়ার চাপে সেভাবে বাড়ি যাওয়া হয় না, তাই বাবা-মা রবিবার সকালে দেখা করতে এসেছিলেন। হস্টেলে ঘর ছিল ভেতর থেকে বন্ধ। বারবার ধাক্কা দিয়েও পাওয়া যায়নি সারা। তারপর হস্টেল কর্মী ও সহপাঠীদের চেষ্টায় দরজা খুলতেই চমকে গেলেন সকলে। কসবার মেধাবী ছাত্র সাওন মল্লিকের ঝুলন্ত দেহ হতবাক সকলে। আচমকা এই দৃশ্য অচৈতন্য হয়ে পড়েন তাঁর বাবা-মাও। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। আত্মহত্যা নাকি খুন, বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্যমৃত্যু

জানা যাচ্ছে, মৃত পড়ুয়ার বয়স ২১ বছর। এদিন সকালে হস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে শাওনের ঘরের দরজা অনেকক্ষণ ধরেই বন্ধ ছিল। বাইরে থেকে ধাক্কাধাক্কি দিয়েও খোলা যাচ্ছিল না। এদিকে তাঁর বাব-মাও হস্টেলে এসেছিলেন। তারপর দরজা খুলতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর আইআইটি খড়গপুরের নিরাপত্তারক্ষীদেরও ঘটনাস্থলে ডাকা হয়। তাঁরা খড়গপুর টাউন থানায় খবর পাঠায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়া পুলিশ কুকুর এসে ঘটনাস্থলে তল্লাশি চালায়।

ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু

যদিও এটি খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত শুক্রবার আইআইটি খড়গপুরে একটি শিক্ষাকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়ছিল। জানা যাচ্ছে, রসায়ন বিভাগের জুনিয়র ল্যাব টেকনিশিয়ান শাকিব আলি মোল্লার মৃতদেহ কোয়াটার থেকে উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আরেকটি মৃতদেহ উদ্ধার হয়েছে।