আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমাধান চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর তাই তিনি আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন। ধরনা অবস্থানে বসে এমন দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বললেন, "জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবি রেখেছেন মুখ্যমন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রীর উচিত সেই দাবি মেনে নিয়ে পদক্ষেপ নেওয়া। ওঁর অন্তত একটা দাবি মেনে সেটা কার্যকর করা উচিত।"
আরজি করে খুন ও ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিত মণ্ডলের সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া নিয়ে সুকান্ত মজুমদার বললেন, " বেশ বড় গ্রেফতারি। আমরা সবাই দাবি করেছি যারা এই কাণ্ডে তদন্ত লোপাট করেছেন তাদের গ্রেফতার করতে হবে। আমি মনে করি না একজন ASI কখনই একা এত বড় সিদ্ধান্ত নিতে পারেন। সিনিয়র পুলিশ অফিসারদের ভূমিকারও তদন্ত হওয়া উচিত।"আরও পড়ুন-জুনিয়র ডাক্তারদের ধরনাকে সমর্থন জানাতে সল্টলেকে চিকিৎসকদের মিছিল, দেখুন ভিডিও
দেখুন আরজি কর কাণ্ডে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
#WATCH | Kolkata, West Bengal: Union Minister says, "The Chief Minister of West Bengal does not want a solution to the RG Kar Medical College and Hospital incident and that's why she is trying to divert the issue...Junior doctors have submitted five demands to… pic.twitter.com/PZrbrrCN8z
— ANI (@ANI) September 15, 2024
এদিকে, আরজি কর হাসপাতাল কাণ্ডে গত শনিবারই গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mondal)। গ্রেফতারির পর রবিবার শিয়ালদহ আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে। আর সেখানেই তাঁদের আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী মঙ্গলবার ফের শুনানি হবে এই মামলার।