বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় পড়ুয়া মৃত্যু ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে (Roopa Ganguly) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আলিপুর পুলিশ কোর্টের লক আপে তোলার সময় রূপা বলেন, আমি কারোর কোনও কাজে বাধা দিই নি। আমায় বিনা কারণে গ্রেফতার করা হল। বড় বড় ধারাও প্রয়োগ করা হয়েছে আমার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র বিরোধীতা করেছে বিজেপির নেতৃত্ব। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, কলকাতা পুলিশ যে কীর্তি করছে তারজন্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দায়ি। পুলিশই একসময় বলেছিল রাত দখল করুন বা দিন দখল করুন, কিছুই লাভ হবে না। বাঁশদ্রোণী ঘটনার প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন করেছিল। গতকাল রাত ৮টা নাগাদ তাঁদের গ্রেফতার করে পুলিশ।
শমীক আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে আজ সকালে থানার সামনে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এখন তাঁকেও গ্রেফতার করা হয়েছে। ফলে যে প্রধান অভিযুক্ত সে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেরাচ্ছে আর যাঁরা অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করছে তাঁদেরকেই কলকাতা পুলিশ গ্রেফতার করছে। এটাই বাংলার বর্তমান পরিস্থিতি। রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে।
#WATCH | Kolkata, West Bengal: BJP MP Samik Bhattacharya says, " ...When the incident happened, people staged protest, a woman party worker of BJP also protested and she was arrested around 8 pm at night. Roopa Ganguly reached the spot after that and demanded her release but in… https://t.co/xy6ne9nLB3 pic.twitter.com/BsUuzzZviM
— ANI (@ANI) October 3, 2024