Police, Representational Image (Photo Credit: File Photo)

শুক্রবার রাতে চরম অশান্তি বাঁশদ্রোণীতে (Banshdroni)। রং খেলা নিয়ে এদিন সকালে একটি কিশোরীর ওপর চড়াও হন এলাকারই এক পরিবারের সদস্যরা। রাতে তাঁদের সঙ্গে ক্লাব সদস্যরা কথা বলতে গেলে বাধে ঝামেলা। এমনকী তাঁদের ওপর বটি নিয়ে চড়াও হয় ওই পরিবার। আর তাতেই আহত হয়েছেন কমপক্ষে চারজন। এই ঘটনা নিয়ে ক্লাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ঝামেলার আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রং খেলাকে কেন্দ্র করে বাঁশদ্রোণীতে ঝামেলা

জানা যাচ্ছে, এদিন সকালে পীরপুকুর রোডের বিদ্যাসাগর পার্কের পালপাড়ার একটি বাড়ির সামনে এক কিশোরী রং খেলছিল বলে তাঁকে বকাবকি করে ওই বাড়ির সদস্যরা। খবরটি স্থানীয় ক্লাবের সদস্যদের কানে যায়। সন্ধ্যের দিকে ক্লাবের কয়েকজন সদস্য ওই বাড়িতে গিয়ে কথা বলতে গেলেই শুরু হয় ঝামেলা। অভিযোগ, বাড়ির লোকেরা তাঁদের ওপর চড়াও হয় এবং মারধরও করে। এমনকী একজন বটি নিয়ে এসে তাঁদের ওপর হামলাও চালায়।

গ্রেফতার একই পরিবারের ৩ জন

এই ঘটনায় রতন দাস, বাবান সামন্ত, অজয় সিং, অভিজিৎ সরকার নামে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই পরিবারের ব্যবহার মোটেই ভালো নয়। হামেশাই এরা ঝামেলা করতে থাকেন।