অল্প টাকা বিনিয়োগ করলেই পাবেন বিপুল পরিমাণের রিটার্ন। খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠবেন আপনিও। প্রতারকদের এই পাতা ফাঁদে পা দিয়ে কমপক্ষে ৬৮ লক্ষ খোয়ালেন বাঁশদ্রোণীর এক ব্যক্তি। আর এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত সহ মোট ২ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযুক্ত শান্তনু গায়েন হাওড়ার লিলুয়ার বাসিন্দা, বয়স মাত্র ২০ বছর। আর তাঁর অ্যাকাউন্ট থেকেই পাওয়া গেল ৪৬ লক্ষ টাকা। আরে অভিযুক্ত বছর ৩৪-এর তন্ময় পাল বারাসত এলাকার বাসিন্দা। তাঁর অ্যাকাউন্ট থেকে বাকি টাকার হদিশ পাওয়া যায়।
পুলিশসূত্রে জানা যায়, বাঁশদ্রোণীর বাসিন্দা রাজীব চক্রবর্তীকে শেয়ার মার্কেটের (Share Market) প্রলোভন দেখায় অভিযুক্তরা। তাঁদের দাবি ছিল অল্প টাকা বিনিয়োগ করলেই পাওয়া যাবে বিপুল পরিমাণের রিটার্ন। আর সেই ফাঁদে পা দিয়েই কমপক্ষে ৬৮ লক্ষ টাকা অনলাইনের মধ্যমে তাঁদের দেয় রাজীব। আর তারপর থেকেই বেপাত্তা হয়ে পড়েন দুজনে। প্রতারণা হয়েছে বিষয়টি বুঝতে পেরেই কলকাতা পুলিশের সাইবার বিভাগে অভিযোগ জানান তিনি।
আর সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। আর তারপরেই ডিজিটাল তথ্যের ওপর ভিত্তি করে বুধবার প্রথমে তন্ময়কে ও পরে শান্তনুকে গ্রেফতার করে পুলিশ। এই অভিযোগের আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।