বুধবার সকালে আরজি কর (RG Kar Medical College and Hospital) মামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন সকালে তদন্তে নেমেই গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছে। সেই সঙ্গে নিজেদের পদ্ধতিতে তদন্ত শুরু করে দিয়েছে। তবে এর মধ্যেই সিবিআইকে কড়া চ্যালেঞ্জ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি এদিন বলেন, আগামী রবিবারের মধ্যেই সিবিআইকে এই মামলা শেষ করতে হবে এবং দোষীদের জন্য ফাঁসির ব্যবস্থা করতে হবে। কারণ কলকাতা পুলিশ তদন্তের ৯০ শতাংশ সম্পন্ন করে ফেলেছিল। আর এই দাবি নিয়ে আমরা মিছিল করব। মৌলালি মোড় থেকে দরিনা ক্রসিং পর্যন্ত মিছিল চলবে। আমি নিজে নেতৃত্ব দেব।

এদিন হাজরার একটি সভা থেকে সিবিআইয়ের উদ্দেশ্যে এমনটাই হুশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। এই দিন কোনও কর্মসূচি থাকবে না। তবে আগামী ১৮ তারিখ থেকে রাজ্যজুড়ে এই দাবিতে প্রতিবাদ চলবে। বিভিন্ন জায়গায় কর্মসূচি করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সিপিএম ও বিজেপির গোপন চক্রান্তের বিরোধীতা করেন তৃণমূল সুপ্রিমো। যাঁরা আরজি কর কাণ্ডের প্রতিবাদ করছেন তাঁদের প্রতিবাদ মিছিলে কোনও রাজনৈতিক রং যেন না লাগে  সেই বার্তাও এদিন দেন মুখ্যমন্ত্রী।

Watch: On rape-murder of a PG trainee woman doctor at RG Kar Medical College and Hospital in Kolkata, West Bengal CM Mamata Banerjee says, "The CBI should take steps to ensure that the murderer is sentenced to death by next Sunday (August 25)" pic.twitter.com/xB2JdTAFRf

প্রসঙ্গত, সিবিআই তদন্তের বিরোধীতা প্রথম থেকেই করছিল তৃণমূল নেতৃত্ব। তবে প্রথমদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি আন্দোলনকারীরা চায় তাহলে তাঁরা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত চালাতে পারে, তাঁর কোনও আপত্তি থাকবে না। তাহলে আজ তাঁদের দাবি মেনেই হাইকোর্ট যখন সিবিআইকে তদন্তভার দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হল সিবিআই আধিকারিকদের। এখন দেখার রবিবারের মধ্যে তদন্তের অগ্রগতি কোন দিকে যায়।