কলকাতার বৃষ্টির ফাইল ছবি।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ১৫ এপ্রিল: পয়লা বৈশাখে শহর না ভিজলেও, আগামীকাল অর্থাৎ শুক্রবার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। ওই দিন তাপমাত্রার পারদ চড়বে ৩৮ ডিগ্রিতে (West Bengal Weather Update)। সর্বনিম্ন তাপমাত্রাও থাকার কথা ২৭ ডিগ্রির কাছাকাছি। নতুন বছরে রোদ্দুর খানিকটা মনমরা হলেও বাতাসে আদ্রতার ভাগ বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। মেঘলা আকাশ আর দমচাপা গরমে দিশেহারা বঙ্গের জনজীবন। এই বছর রেকর্ড গরমের সাক্ষী থেকেছে মার্চ এবং এপ্রিল। উত্তরোত্তর তাপমাত্রা বাড়বে, এ কথা আগেই জানিয়ে দিয়েছিল মৌসম ভবন। এমনকী এও জানানো হয়েছিল যে উষ্ণতার দিক থেকে ১২১ বছরে তৃতীয় স্থান দখল করেছে এই বছরের মার্চ মাস। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কালবৈশাখী। কিছুদিন আগেই প্রথম কালবৈশাখীর সাক্ষী থেকেছে বঙ্গ। আরও পড়ুন-Joe Biden: শুভ নববর্ষ জানালেন জো বিডেন

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৭৪ এবং ৫৭ শতাংশ। তবে আশার খবর এই যে, করোনা আবহে এবারের পয়লা বৈশাখের আনন্দ ভাটা পড়েছে ঠিকই তবে খরতাপে দগ্ধ হওয়া থেকে এবারের মতো বাঁচা গেল।