Suvendu Adhikari Writes To WB Governor: ফৌজদারি মামলায় ফাঁসানোর চেষ্টার আশঙ্কা, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারী (Photo: Facebook)

কলকাতা, ১৬ ডিসেম্বর: বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পরই রাজ্যপাল জগদীপ ধনখরকে (Jagdip Dhankar) চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চিঠিতে শুভেন্দুবাবু লিখেছেন, রাজনৈতিক প্রতিশোধ নিতে তাঁকে ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসানার চেষ্টা করতে পারে পুলিশ ও প্রশাসন। তাই রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন করেছেন তিনি। রাজ্যপাল যেন এটা নিশ্চিত করেন যাতে পুলিশ ও প্রশাসন তাঁকে এবং তাঁর সহযোগীদের ফৌজদারি মামলায় জড়িত করা থেকে বিরত থাকে। আজ বিকেল ৪টে বাজার কয়েক মিনিট আগে বিধানসভায় আসেন শুভেন্দুবাবু। এরপর সোজা বিধানসভার সচিবের ঘরে চলে যান। সেখানেই নিজের বিধায়ক পদে ইস্তপত্র জমা দেন। ইস্তফা দেওয়ার পরও কোনও কথা বললেনি তিনি।

জানা গেছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন শুভেন্দুবাবু। যদিও স্পিকার জানিয়েছেন, বিধানসভার সচিবের ইস্তফাপত্র দেওয়ার এক্তিয়ার নেই। শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করা হচ্ছে না। ১৯ ডিসেম্বর অমিত শাহ আসছেন বাংলায়। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট মহল সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেদিন একমঞ্চে দেখা যেতে পারে শুভেন্দু অধিকারীকে। আরও পড়ুন: Suvendu Adhikari Resigns As MLA: বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

এদিকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আরেক বিক্ষুব্ধ তৃণমূল নেতা পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়িতে গেছেন শুভেন্দু অধিকারী। সেখানে রয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। রয়েছেন তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী। রয়েছেন কানলার তৃণমূল বিধায়ক।