শুভেন্দু অধিকারী (Photo Credits: ocial Media)

জুট কর্পোরেশনের অস্থাযী চেয়ারম্যান পদ, যার মর্যাদা কেন্দ্রীর মন্ত্রীর সমান। সেই পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দু অধিকারী এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। দু'মাস এই পদের কাজ সামলানোর পরই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। কী কারণে ইস্তফা দিলেন শুভেন্দু? কেন্দ্রের শীর্ষ নেতাদের সঙ্গে মনোমালিন্যের জেরে ইস্তফা! নাকি ভোটে প্রার্থী হিসবে দাঁড়াচ্ছেন শুভেন্দু? এমন সমস্ত যখন জল্পনা মাথাচাড়া দিয়ে উঠছে, ঠিক তখনই তাতে জল ঢাললেন বিজেপির পর্যবেক্ষক। নির্বাচনের জন্য শুভেন্দু অধিকারীর উপর অন্যান্য কাজের চাপ রয়েছে। তাই তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে পারেন শুভেন্দু অধিকারী। এই জল্পনাটাই ক্রমশ জোরাল হচ্ছে। সেক্ষেত্রে শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে পারেন, সেটিই স্পষ্ট হচ্ছে। কারণ নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 'হাফ লাখ' ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু। এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর ক্রমাগত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী। ১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামের নির্বাচন। ২৭ মার্চ প্রথম দফায় কাঁথি এবং এগরা মহকুমায় নির্বাচন।