আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের কাজে ফেরার আহ্বান জানালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি স্পষ্ট জানালেন, অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতেই হবে।
প্রধান বিচারপতির বেঞ্চ এও আশ্বস্ত করেছে, চিকিৎসকদের সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার দায়িত্ব সর্বোচ্চ আদালত। কাজে ফেরার পর আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোন শস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। এমনকি অন্যত্র বদলিও করা যাবে না চিকিৎসকদের। তবে বেঞ্চ এও উল্লেখ করেছে, এখনও যদি চিকিৎসকেরা কাজে যোগ না দেন তাহলে রাজ্য সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে তা আটকাতে পারবো না সুপ্রিম কোর্ট।
আরজি করে কর্তব্যরত জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে সুবিচারের দাবিতে দফায় দফায় আন্দোলনে নামেন চিকিৎসকেরা। আজ ৯ সেপ্টেম্বর, হিসাব মত আরজি করের ঘটনার এক মাস পূর্ণ হল। এখনও বিচার অধরা। সুবিচারের দাবিতে ঘটনার পর থেকেই জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। আন্দোলন, মিছিল, অভিযান শুরু করেছেন। কাকতালীয় ভাবে আজই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। এদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, চিকিৎসকদের কর্মবিরতির জেরে ভুগতে হচ্ছে রোগীদের। কর্মবিরতির ফলে বিনা চিকিৎসায় গত কয়েকদিনে কত রোগীর মৃত্যু হয়েছে সেই সমস্ত হিসাব শীর্ষ আদালতের সামনে তুলে ধরেন রাজ্যের আইনজীবী।