কলকাতা, ২৮ এপ্রিল: সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার জের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Justice Abhijit Gangopadhyay) বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে পশ্চিম বাঙলার শিক্ষক, অশিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা আর শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে নির্দেশ পাঠাল।

এবার নিয়োগ মামলা শোনার জন্য কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতি নিয়োগ করা হবে। এখন একটাই প্রশ্ন, এই মামলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলি দিয়েছিলেন, তার ভবিষ্যত কী হবে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, বিচারপতিরা কোনওভাবেই তাদের বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে পারেন না। সেটা যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করে থাকেন, তাহলে তিনি সেই মামলা শোনা বা বিচারের অধিকার হারিয়েছেন।"আরও পড়ুন-জিয়া খান মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থেকে মুক্ত সূরজ পাঞ্চোলি

দেখুন টুইট

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায়ে সমস্যায় পড়েছিল রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে বিভিন্নভাবে বোঝায়,তিনি পক্ষপাতিত্ব করছেন।