কলকাতা, ৮ ডিসেম্বর: কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election) দামামা বিজে গিয়েছে। কলকাতা পুর নির্বাচনে এবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি লড়াই করবেন বলে প্রথমে স্থির থাকলেও, পরে সেখান থেকে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে দাঁড় করানো হয়। যা নিয়ে ক্ষুব্ধ তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee) এরপর দাদার ছবি হাতে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন শেষদিনে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। তনিমা চট্টোপাধ্যায়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তাঁকে বোঝানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে। মনোনয়ন পত্র প্রত্যাহার না করায়, শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। যে বিষয়ে তনিমা চট্টোপাধ্যায় বলেন, 'আমার লড়াই দলের সঙ্গে নয়, ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সঙ্গে।'
তনিমা চট্টোপাধ্যায়ের পাশাপাশি সচ্চিদানন্দকেও দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ড থেকে সচ্চিদানন্দ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর, তাঁকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬৮ এবং ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ায় পরপর ২ জনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস (TMC)। যা নিয়ে দলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে।
এদিকে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদের দিল্লির বৈঠকে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান কেন হাজির হননি, সে বিষয়ে দুই সাংসদের কাছে জবাব তলব করা হয়। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান (Nusrat Jahan) কিছু না জানিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বৈঠকে হাজির না হওয়ায়, অসন্তুষ্ট দলীয় নেতৃত্ব। সে বিষয়েই দুই সাংসদের জবাব তলব করে তৃণমূল কংগ্রেস।