মুম্বই, ৮ ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং বিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে আলো ঝলমল করে উঠতে শুরু করেছে। সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টের বাইরের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল (Viral) হয়ে যায়।
দেখুন...
View this post on Instagram
এদিকে বুধবার 'কাভির' গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গিয়েছে। ফারহা খান (Farah Khan) নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে করণ জোহরের (Karan Johar) সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে। ফারহা এবং করণ জোহর যখন রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্ট থেকে ভিডিয়ো শেয়ার করেন, তা দেখে স্পষ্ট হয়ে যায় বলিউডের হাই প্রোফাইল জুটির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Katrina-Vicky Wedding: বিয়ের ফুটেজ ১০০ কোটিতে বিক্রি করছেন ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল? জল্পনা
দেখুন ফারহা খানের শেয়ার করা ভিডিয়ো...
View this post on Instagram
এদিকে বিয়েতে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ( Ranbir Kapoor) কোনও ছবির গান বাজানো হবে না। এমনই নির্দেশ দেওয়া হয় ক্যাটরিনার তরফে। রণবীর কাপুর অভিনীত কোনও সিনেমার গান যাতে ক্যাটরিনার বিয়ের আসরে না বাজানো হয়, সে বিষয়ে দেওয়া হয় কড়া নির্দেশ। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।