Coronavirus In West Bengal: কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত, কলকাতায় স্থানীয় সদর দপ্তরের একাংশ বন্ধ করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Representational Image (Photo Credits: PTI)

কলকাতা, ৮ মে : কর্মচারী করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হতেই কলকাতায় তাদের স্থানীয় সদর দপ্তর সমৃদ্ধি ভবনের (Samriddhi Bhavan) একাংশ বন্ধ করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ব্যাঙ্কের এই শীর্ষ আধিকারিক সম্প্রতি বদলি হয়ে কলকাতায় আসেন। কলকাতা স্ট্র্যান্ড রোডে এসবিআই-র সদর দফতর সমৃদ্ধি ভবনে তিনি কর্মরত ছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। অর্থাৎ তাঁর জ্বর, মাথাব্যথা, কাশি, গলা ব্যথা ছিল। এরপরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। দেরি না করে তাঁকে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এসবিআই-র এক আধিকারিক জানিয়েছেন, ওই কর্মচারী 'ই' শাখায় কাজ করেন। গত ৮-১০ দিন ধরে অফিসে আসছিলেন না। পরে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এর পর আমরা পুরো ভবনটি স্যানিটাইজ করেছি এবং সংশ্লিষ্ট একটি বিভাগটি ১১ মে অবধি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য বিভাগগুলিকে কাজ চলছে। আরও পড়ুন: Air India Fact Check: বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে তিনগুণ টাকা নিচ্ছে এয়ার ইন্ডিয়া, ভাইরাল ভিডিওকে ভুয়ো প্রমাণ করল PIB

ওই আধিকারিক বলেন, "একটি দায়িত্বশীল সংস্থা হিসাবে আমাদের সকল কর্মচারীদের কল্যাণের দিকে নজর রাখতে হবে এবং এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রোটোকল মেনে চলতে হবে।"