নতুন দিল্লি, ৮ মে: লকডাউনের তৃতীয় পর্যায় চলছে দেশে। দেখতে দেখতে ৪৪ দিন কেটে গেল। তৃতীয় পর্যায়ের লকডাউনের মধ্যেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাচ্ছে এয়ার ইন্ডিয়া। এনিয়েও ভুয়ো খবরে ছেয়েছে সোশ্যাল মিডিয়া। তাতে জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়া (Air India) নাকি যাত্রীদের ভারতে ফেরার জন্য তিনগুণ ভাড়া চাইছে। এনিয়ে বিমান সংস্থার কর্মীদের সঙ্গে যাত্রীদের বচসাও হয়েছে। টিকিট কিনতে যাওয়া যাত্রীরা সামাজিক দূরত্ব মানেননি। ভিডিওতে এমনটাও বলা হয়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, ভুয়ো ভিডিওটি ভারতের নয়। এয়ার ইন্ডিয়ারও নয়। এটি প্রতিবেশী দেশের বিমান সংস্থার ঘটনাদৃশ্য। আরও পড়ুন- Black Panther Spotted: লকডাউনের সুফল, গোয়ার নেত্রাবলী অভয়ারণ্যে ঘুরছে ব্ল্যাক প্যান্থার
Claim: Video on social media showing passengers on purported @airindiain overseas flight arguing over being charged thrice the normal fare & then packed in, without #SocialDistancing
Fact: #Fake video. @MoCA_GoI says it is from a neighbouring country's airlines pic.twitter.com/Uww1zrHH5m
— PIB Fact Check (@PIBFactCheck) May 8, 2020
করোনাভাইরাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর বেড়েই চলেছে। ফেসবুক, টুইটার হোয়াটসঅ্যাপে আসা সমস্ত তথ্কে বিশ্বাস করবেন না, ইউজারদের ইতিমধ্যেই তা জানানো হয়েছে। করোনাভাইরাস সম্পর্কিত কোনও লেটেস্ট আপডেট পেতে হলে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট ফলো করুন চোখ রাখতে পারেন লেটেস্টলি মিডিয়ার পাতায়।