গোয়ায় ব্ল্যাক প্যান্থার (Photo Credits: Twitter|@DrPramodPSawant)

পানাজি, ৮ মে: লকডাউনে প্রকৃতি যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। বন্যপ্রাণও নিজের মতো ঘুরে বেড়ানোর অবকাশ পেয়েছে। এবার গোয়ায় দেখা গেল তেমনই এক ছবি। বুধবার সেখানকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তাঁর টুইটার হ্যান্ডল থেকে এক ব্ল্যাক প্যান্থারের (Black Panther) ছবি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি জানান, ছবিটি তোলা হয়েছে দক্ষিণ গোয়ার  (Goa) নেত্রবলী অভয়ারণ্যে। সেখানেই দেখা গিয়েছে এই প্রাণীটিকে। ব্ল্যাক প্যান্থার দেখে সেখানকার এক বনকর্তা জানান, ‘‘এই বনে আরও কৃষ্ণাঙ্গ প্যান্থার রয়েছে কি না তা জানার চেষ্টা করছি।'' তিনি জানান, ওই অরণ্যে বাঘ থাকলেও ব্ল্যাক প্যান্থারের ক্যামেরাবন্দি হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ব্ল্যাক প্যান্থারের ছবি। নেটিজেনদের সৌজন্যে কমেন্ট বক্স উপচে পড়েছে। একজনের মন্তব্য, ‘জঙ্গল বুক'-এর 'বাঘিরা' ফিরে এসেছে। এমনই নানা মজাদার কমেন্ট করেছেন অনেকে। আরও পড়ুন- Kolkata Mosque: মসজিদে হোক কোয়ারেন্টাইন সেন্টার, রমজান মাসে অভিনব উদ্যোগ ইমাম সাহেবের

রিওয়ার্ড কিপলিংয়ের লেখা বিখ্যাত কাহিনি ‘জঙ্গল বুক'-এর একটি বিখ্যাত চরিত্র ‘বাঘিরা'। ওই কাহিনির অ্যানিমেশন সারা পৃথিবীর মতো এদেশেও খুবই জনপ্রিয়। তাই অন্যদের মতো ‘বাঘিরা' নামের কা‌লো চিতাকেও সকলে চেনেন। স্বাভাবিক ভাবেই ছবিটি দেখে তাই ‘বাঘিরা'-র কথা মনে পড়ে গিয়েছে ওই ব্যক্তির। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যে ছবিটিতে ২.৩ হাজারের বেশি লাইক পড়ে গিয়েছে। ২৯২ জন সেটি রিটুইট করেছেন।