Kolkata Mosque: মসজিদে হোক কোয়ারেন্টাইন সেন্টার, রমজান মাসে অভিনব উদ্যোগ ইমাম সাহেবের
প্রতীকী ছবি (Photo Credit: Twitter)

কলকাতা, ৮ মে: দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আরও কোয়ারেন্টাইন সেন্টারের প্রয়োজন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অভিনব সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কলকাতার জামিয়া মসজিদ (Kolkata Mosque) গাউসিয়ার ইমাম মৌলানা কোয়ারি মহম্মদ মুসলিম রাজউই। পুরসভার কাছে তিনি প্রস্তাব রেখেছেন মসজিদের চারতলাটি কোয়ারেন্টাইন সেন্টারের জন্য দিতে চান। এই চারতলার আয়তন ৬০০০ বর্গফুট। ইমাম সাহেবের প্রস্তাবে খুশি কলকাতা পুরসভাও। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমাম মৌলানা কোয়ারি মহম্মদ মুসলিম রাজউই। আরও পড়ুন- Aurangabad Train Accident: মালগাড়ির চাকায় পিষ্ট ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন নরেন্দ্র মোদি

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলছে। এই মাসে মসজিদে সবসময় নামাজিদের ভিড় লেগে থাকে। কিন্তু মহামারী করোনার জেরে এবার আর মসজিদে নামাজ পড়া হচ্ছে না। বাড়িতেই রোজাদাররা তারবি পড়ছেন। ভিড় এড়াতে কোথাও কেউ নেই। তবে রমজান মাসে সাধারণের সেবায় যদি আল্লার ঘর কাজে লাগে ক্ষতি কি। সেকারণেই মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার করতে চান ইমাম সাহেব। এমন সিদ্ধান্তে আল্লা খুশি হবেন। কারণ আর্তের সেবায় লাগবে মসজিদ। এমনিতেই কলকাতায় কোয়ারেন্টাইন সেন্টার রোগীর তুলনায় অপ্রতুল। তাই ইমামের সহযোগিতায় হাঁফ ছেড়ে বেঁচেছে কলকাতা পুরসভা। প্রয়োজনে আরও জায়গার বন্দোবস্ত করে দেবেন বলে ইতিমধ্যেই পুরসভা কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন ইমাম মৌলানা কোয়ারি মহম্মদ মুসলিম রাজউই।