নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৮ মেশুক্রবার মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে মালগাড়িতে পিষ্ঠ হয়ে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Prime Minister Narendra Modi)। টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। রেলমন্ত্রী গোটা পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর রেখেছেন। এই ক্ষেত্রে যতরকমের সহযোগিতার প্রয়োজন রয়েছে, তার সবটাই করা হবে। আওরঙ্গাবাদের পুলিশ সুপার মোক্ষদা পাটিল বলেন, শুক্রবার ভোর ৫টা বেজে ১৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দুর্ভাগ্যবশত একটি মালগাড়ি, ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলে যায়। এর জের ১৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। আরও পড়ুন-Aurangabad Train Accident: ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই ঘুম, ১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে গেল মালগাড়ি, মৃত সকলেই

মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফিরছিল শ্রমিকের দলটি। টানা রাস্তা হাঁটার কারণে ক্লান্ত হয়ে রেললাইনের উপরেই তারা ঘুমিয়ে পড়ে। পথচলার ক্লান্তি কাটাতে কাটাতে গিয়ে চিরঘুমে চলে গেলেন ১৬ শ্রমিক। দক্ষিণ মধ্য রেলওয়ের নান্দেদ ডিভিশনের জালনা ও আওরঙ্গাবাদ জেলার মধ্যবর্তী স্থানেই দুর্ঘটনাটি ঘটেছে। মোট ২১ জন শ্রমিক রেললাইনের উপরে ঘুমোচ্ছিলেন। বাকি ৫ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি আওরঙ্গাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।