সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। ‌‌‌‌সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল। বৃহস্পতিবার রাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল ভারতীয় নাগরিক মাত্রই নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। যদিও এসএসসি পরীক্ষার বিধি নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আবার বলা হয়েছে আদালতে চিহ্নিত অবৈধরা আবেদন করতে পরবে না। রাতে নিয়োগ বিধি প্রকাশ করার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করে তারা।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৬ জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনপত্র নেওয়া চলবে ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত। আবেদনপত্রের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই রাত ১১ট ৫৯ মিনিট। ফি জমা দিতে হবে অনলাইনে।

লিখিত পরীক্ষা কবে?

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নিয়োগের লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে৷ ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪ শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে ২৯ শে নভেম্বর থেকে। সাধারণ পরীক্ষার্থীদের আবেদনের ফি ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ফি ২০০ টাকা।

শূণ্যপদ?

মোট ৪৪ হাজার ২০৩ টি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ২৪ হাজার ২০৩ টি শিক্ষকের পদ হাইকোর্টের নির্দেশের পর খালি হয়ে পড়ে আছে। এছাড়া নবম ও দশম শ্রেণির জন্য ১১ হাজার ৫১৭, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ৬৯১২ জন শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। গ্রুপ-সির জন্য ৫৭১ ও গ্রুপ-ডি-র জন্য এক হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। যোগ্য চাকরিহারাদের জন্য বয়সে ছাড় দেওয়া হচ্ছে। তাঁদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নতুন চাকরিপ্রার্থীরাও আবেদন জানাতে পারবেন।