একদিকে যেমন সন্দেশখালি (Sandeshkhali) জুড়ে চরম বিশৃঙ্খলার চিত্র, অন্যদিকে সেই সন্দেশখালি নিয়েই সরগরম বিধানসভা চত্বর। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) সহ মোট ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিধানসভার অভ্যন্তরে 'অশান্ত' ও 'উচ্ছৃঙ্খল' আচরণের অভিযোগ এনে তাঁদের সাসপেন্ড করেছেন স্পিকার। চলতি অধিবেশনের বাকি দিনগুলিতে আর বিধানসভায় হাজির হতে পারবেন না শুভেন্দুরা।
আরও পড়ুনঃ বেগতিক সন্দেশখালির পরিস্থিতি, তড়িঘড়ি রাজ্যে ফিরে এলাকা পরিদর্শনে রাজ্যপাল
সোমবার সন্দেশখালির পরিস্থিতি (Sandeshkhali Issue) পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আর এদিনই বাজেট অধিবেশনে 'সন্দেশখালি সঙ্গে আছি' টি-শার্ট পরে বিধানসভায় ঢোকেন বিরোধী দলনেতারা। স্লোগান তোলার পাশাপাশি হুইসেল বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। স্পিকারের বাধা অমান্য করেই বিক্ষোভ জারি রাখেন বিজেপি বিধায়কেরা। বিধানসভা থেকে একজোটে ওয়াকআউটও করেন তাঁরা।
দেখুন ভিডিয়ো...
West Bengal | Six BJP MLAs including LoP Suvendu Adhikari and Agnimitra Paul suspended from the remaining session of the Legislative Assembly after they raised the Sandeshkhali issue in the House today
LoP Adhikari says, "...BJP will continue to raise its voice for the respect… pic.twitter.com/MVvsZF3cBl
— ANI (@ANI) February 12, 2024
এরপরেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুভেন্দু সহ ৬ জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দেন স্পিকারের কাছে। রাজ্য বিধানসভার বিধি ৩৪৮-এর অধীনে বিজেপির ছয় বিধায়ককে বরখাস্ত করার নির্দেশ দেন বিমান বন্দ্যোপাধ্যায়।
সাসপেন্ড হলেও আক্ষেপের সুর নেই শুভেন্দুর কণ্ঠে। জোর গলায় বললেন, 'সন্দেশখালি আমাদের দেবিশক্তি, মাতৃশক্তি তার জন্যে আওয়াজ তোলায় শুধু সাসপেন্ড কেন জেলে যেতে কিংবা ফাঁসিতে ঝুলতেও দ্বিধা নেই'।