বীরভূম, ৬ অক্টোবরঃ সপরিবারে বেড়াতে গিয়েছিলেন সিকিমে। কিন্তু তারপর নিখোঁজ। বীরভূমের (Birbhum) ইলামবাজারের ভগবতী বাজার এলাকা নিবাসী পরিবারের ৮ সদস্য মিলে গত ১ অক্টোবর সিকিম ভ্রমণে যান। কিন্তু পরিবার সূত্রে খবর, ৩ অক্টোবর থেকেই আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এসেছে পরিজনের মাথায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ সিকিমের নাচেন এলাকার একটি হোটেলে উঠেছিল তারা। ৩ অক্টোবর বিপর্যয়ের পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন হয়েছে প্রাক্তন শিক্ষক মহম্মদ মহফুজ রহমানের। তাঁর ছেলে, বৌমা, নাতনি সহ পরিবারের ৮ জন মিলে সিকিম বেড়াতে গিয়েছিল।
আরও পড়ুনঃ তিস্তায় ভেসে আসা সেনাবাহিনীর মর্টার শেল বিস্ফোরণে জলপাইগুড়িতে ২ কিশোরের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ৪
এক রাতের মধ্যেই যেন সব ওলটপালট হয়ে গেল। ভ্রমণপিপাসু মানুষদের বেরানোর অন্যতম পছন্দের জায়গা সিকিম (Sikkim)। সেই সিকিমই এখন আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছে। এক রাতের বৃষ্টিতে হড়পা বান আসে তিস্তায়। আর ভাসিয়ে নিয়ে যায় উত্তরবঙ্গ ও সংলগ্ন সিকিম। স্বপ্নপুরী আর মৃত্যুপুরীর চেহারা যেন মিলে মিশে এক হয়ে গিয়েছে। ৩ হাজারের বেশি পর্যটক আটকে পড়েছে বিপর্যস্ত সিকিমে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১। এখনও নিখোঁজ ১০০-র বেশি। নিখোঁজের নিরিখে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা সহজ অনুমেয়। তিস্তার জলে তলিয়ে গিয়েছে বহু সেনা ছাউনি। নিখোঁজ সেনা জওয়ানেরাও।