শিশির অধিকারী (Photo Credits: Social Media)

কাঁথি, ১৫ জানুয়ারি: কাঁথির অধিকারী পরিবারকে নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উপরে খড়গহস্ত হলেন শিশির অধিকারী (Shishir Adhikari)। সম্প্রতি কুণাল ঘোষ সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, “সারদাকর্তা সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছেন শুভেন্দুও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ভাইপো হলে শুভেন্দু অধিকারী তো কাঁথির ভাইপো। কারণ আমি শিশিরদা কে দাদা বলি। তাহলে শুভেন্দুও আমার ভাইপো।” এবার কুণাল ঘোষের পরিবার তুলে এহেন আক্রমণকে ভালভাবে নেননি সদ্য জেলাসভাপতির পদ খোয়ানো শিশির অধিকারী তিনি বলেন, “শুভেন্দু আর আমার রাজনীতি আলাদা৷ কিন্তু পরিবার এক৷ আমার পরিবারকে আক্রমণ করলে কিন্তু ছাড়ব না৷ রাজনীতির বিষয় কিছু বলতেই পারে৷ কিন্তু অধিকারী পরিবারকে নিয়ে কেন বলবে?”

উল্লেখ্য, শুভেন্দু দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। নির্দেশিকা জারি করে কার্যত রাতারাতি কাঁথি পুরসভা প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। আঘাত এসেছে খোদ গৃহকর্তার উপরেও। প্রথমে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ, পরে দলের জেলা সভাপতির পদ থেকে অপসারিত হন সাংসদ শিশির অধিকারী। তারপরেও কিন্তু সেভাবে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। বরং বলেছিলেন, “আমার কাছে কোনও সরকারি কাগজ আসেনি। আমার কোনও অ্যাকশনও নেই। রিঅ্যাকশন নেই। অখিলবাবুকে করেছে, তাতে অসুবিধা কোথায়। এটা পৈতৃক সম্পত্তি নয়।” আরও পড়ুন-Nusrat Jahan On BJP: বিজেপি করোনার থেকেও ভয়ঙ্কর, বসিরহাটে বললেন নুসরত জাহান

কিন্তু কুণাল ঘোষের কটাক্ষের পর আর চুপ থাকতে পারলেন না বলেন, “সারদায় ১৬ লক্ষ টাকা বেতন পেতেন কুণাল। ভূ-ভারতে কোনও সাংবাদিক এত টাকা বেতন পান বলে শুনিনি। ওঁর কী যোগ্যতা আছে? সারদার টাকা ফেরত দিক। পূর্ব মেদিনীপুর এলে ঘেরাও করা হবে। আমি কোনওদিনই আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। দলের সঙ্গে বেইমানি করিনি।” এরপর পাল্টা কুণাল ঘোষ বলেন, “মিডিয়াতে কার কত বেতন হবে, সেটা শিশির অধিকারী ঠিক করে দেবেন নাকি? আমার কোনও কিছু যদি খারাপ লাগে, তাহলে উনি সিবিআই-এর কথা বলে নিন।”