কলকাতা, ২১ জুলাই: আজ ২১ জুলাই (21st July)। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস (Shahid Dibas)। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে অনুগামীরা। ২০২৬ সালেই বিধানসভা নির্বাচন। ২৬-এর বিধানসভা নির্বাচেনর আগে ২১-এর মঞ্চ থেকেই কি তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) তার সুর বেঁধে দেবেন, এমন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও। ফলে তৃণমূলের (TMC) পাশাপাশি বিরোধী দলগুলিও ২১ জুালইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছেন।
আরও পড়ুন: 21 July Rally: শহরে বাড়ছে ভিড়, ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকেরা
২১ জুলাই কেন পালন করা হয়?
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা হোক বলে সেদিনের মিছিল থেকে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিক্ষোভের দিন পুলিশের গুলিতে নিহত হন যুবক কংগ্রেসের ১৩ জন কর্মী। বিশ্বনাথ রায়, বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, রঞ্জিত দাস, মহম্মদ আব্দুল খালেক, ইনু, এই কর্মীরা নিহত হন ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের দিন। ওই ঘটনা মনে রেখেই পালন করা হয় শহিদ দিবস।
তবে ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন। তখন থেকেই ২১ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালন করা হয়।
সেই থেকে ২১ জুলাইকে শহিদ স্মরণে পালন করে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামীর লড়াই কেমন হবে, তা নির্ধারণ করে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।