কলকাতাঃ আজ, ২১ জুলাই তৃণমূলের (TMC) শহিদ দিবস। সেই উপলক্ষে ধর্মতলায় (Dharmatala)শাসক দলের মেগা সমাবেশ। ধর্মতলায় এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মঞ্চ বাঁধার কাজ। এবার শুধু অপেক্ষা। মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য রবিবার থেকেই কলকাতামুখী হয়েছেন বহু ভক্ত সমর্থক। দল বেঁধে ধর্মতলায় এসে জড়ো হচ্ছে তাঁরা। সোম সকাল থেকেই ধর্মতলায় ভিড় বাড়তে শুরু করেছে। হাওয়া ফেরী ঘাট থেকে ছেড়েছে প্রথম লঞ্চ। তাতে চেপে ধর্মতলার দিকে রওনা দিয়েছেন তৃণমূল ভক্ত সমর্থকেরা। হাওড়া এবং শিয়ালদহ স্টেশনেও বাড়তে শুরু করেছে ভিড়। গ্রাম থেকে ঝাঁকে ঝাঁকে আসছেন কর্মী সমর্থকেরা। একই ছবি শহরের বিভিন্ন বাস স্ট্যান্ডেও। উল্লেখ্য, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রিবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে জানিয়েছে লালবাজার। শহরের বেশকিছু রাস্তায় থাকবে পুলিশি নিয়ন্ত্রণ। অন্যদিকে এবারে সকাল ৮টা পর্যন্ত মিছিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট না হয় সেই দিকে নজর দিতে বলা হয়েছে। বেলা ১১টার পরে আবার স্বাভাবিক গতিতে এগোবে কর্মসূচি এমনটাই সূত্রের খবর। এছাড়া কলকাতা হাইকোর্ট, মধ্য কলকাতায় যানজট যাতে না হয় সেই দিকেও নজর দিতে বলা হয়েছে।
শহরে বাড়ছে ভিড়, ধর্মতলামুখী তৃণমূল কর্মী সমর্থকেরা
Howrah, West Bengal: The first vehicle for the TMC's Shaheed Diwas Rally departs from Jetty Ghat. A large number of TMC workers and supporters from various districts arrive at Howrah Station and proceeded towards Dharmatala for the rally pic.twitter.com/EWNnkgMMlt
— IANS (@ians_india) July 21, 2025