জলমগ্ন পশ্চিম মেদিনীপুর(ছবিঃANI)

কলকাতাঃ নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ফুঁসছে একাধিক নদী(River) ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরজুড়ে তৈরি হয়েছে বন্যাতঙ্ক(Flood) বৃহস্পতিবার মেদিনীপুর শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি।

জলমগ্ন পশ্চিম মেদিনীপুর, আতঙ্কে সাধারণ মানুষ

বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভিজছে পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সঙ্গে জল ছাড়ার কারণে ক্রমশ জলস্তর বেড়েছে কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখার মতো নদীগুলিতে আতঙ্কে সাধারণ মানুষ শিলাবতী নদীতে জল বাড়ার কারণে জলমগ্ন হয়ে পড়েছে চন্দ্রকোনার একাধিক এলাকা প্লাবিত হয়েছে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের একাধিক এলাকা একাধিক জায়গায় ভেঙেছে নদী বাঁধ জলের স্রোতে ভেঙেছে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে ফসল মাথায় হাত সাধারণ মানুষের এরই মধ্যে জল ছেড়েছে ডিভিসি যার ফলে নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে কেশপুর, কেশিয়াড়ি, দাঁতন- সহ বেশ কিছু এলাকা।

অতিবৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর, নদী বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, দেখুন ভিডিয়ো