প্রতীকী ছবি(File Photo)

প্রাইমারি শিক্ষায় (Primary Education) বড়সড় বদল আসতে চলেছে আগামী বছর থেকে। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে নয়া পদ্ধতি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দু'বার করে পরীক্ষা হবে। অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত। মূলত, শিক্ষার্থীদের ছোট থেকে প্রতিযোগিতার জন্য তৈরি করতে এই পদ্ধতি নেওয়া হচ্ছে। আর প্রাথমিক শিক্ষা পর্ষদের এই প্রস্তাবে অনুমোদনও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, এরজন্য পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে। শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করার কারণে প্রথম পরীক্ষা হবে জুন মাসে এবং দ্বিতীয় পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। প্রথম পরীক্ষা হবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিলেবাস অনুযায়ী এবং দ্বিতীয়টি শুরু হবে জুলাই থেকে। পর্ষদের সভাপতি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অনুমোদনেই এই নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে। ২০২০ সালে কেন্দ্রেয় জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। রাজ্য সরকারও সেই মতো শিক্ষানীতি চালু করেছে।