কলকাতা, ২৮ জুলাই: আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) জানান ৩১ অগস্ট পর্যন্ত সপ্তাহে ২ দিন লকডাউনের প্রক্রিয়া জারি ঠকাবে। অগস্টে স্কুল-কলেজও বন্ধ থাকবে। ৫ সেপ্টেম্বর থেকে একদিন অন্তর ক্লাস করানোর চেষ্টা করা হবে। মঙ্গলবার নবান্নে তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হলে ৩১ অগস্টের পর উদ্যোগ নেওয়া হবে। যদি সব ঠিক থাকে শিক্ষক দিবসের দিন থেকে একদিন অন্তর ক্লাস করানোর চেষ্টা করা হবে। পুজোর আগের এক মাস একদিন অন্তর খোলার চেষ্টা করা হবে। তখন সবকিছু ঠিক থাকলে চেষ্টা করা হবে।"
করোনায় রাজ্যের পরিস্থিতির বিষয়ে জানান, করোনা টেস্টের সংখ্যা বাড়ছে। ‘রাজ্যের ৫৬টির ল্যাবে করোনা টেস্ট হচ্ছে। রাজ্যে দৈনিক ১৬-১৭ হাজার টেস্ট হচ্ছে। টেস্ট বাড়ছে, তাই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তর পূর্ব থেকেও রাজ্যে চিকিৎসা করাতে আসছে। বাংলার মতো পরিকাঠামো অনেক জায়গাতেই নেই। বাংলার মতো পরিকাঠামো কোথাও নেই", বলে জানান তিনি। আরও পড়ুন, রাজ্যে ৩১ অগস্ট পর্যন্ত জারি থাকবে সম্পূর্ণ লকডাউন, আগামী সপ্তাহে বুধ ও রবিবার; জানুন বিস্তারিত
রাজ্যে প্রত্যেক সপ্তাহে ২ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে বলেও জানান তিনি। এই সপ্তাহে বুধবার পূর্ণ লকডাউনের কথা আগেই ঘোষণা করা ছিল। কিন্তু এই সপ্তাহে আর লকডাউন হবে না। বখরি ঈদের কারণে শনিবার লকডাউন হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহে রবি ও বুধবার। অগস্ট মাসে প্রত্যেক রবিবার লকডাউন থাকবে। আগামী চার সপ্তাহে - ২,৫,৮,৯,১৬, ১৭,২৩,২৪ ও ৩১ মোট ৯ দিন লকডাউন থাকবে। আপাতত স্কুল ও কলেজ বন্ধ থাকবে। রাখী বন্ধন, ঈদ ও স্বাধীনতা দিবসে সম্পূর্ণ লকডাউন থাকবে না। সাধারণ লকডাউন চলবে। লকডাউন চলাকালীন বাইরে জমায়েত করা যাবে না। বন্ধ থাকবে অফিস, দোকানপাট।