ন্দেশখালি (Sandeshkhali) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সন্দেশখালি নিয়ে যখন উত্তেজনা চড়তে শুরু করেছে, সেই সময় ক্ষোভ উগরে দেন সেখানকার এক মহিলা। সন্দেশখালির ওই মহিলার কথায়, তাঁদের বলা হচ্ছে তাঁরা যে ধর্ষিত হয়েছেন, তার প্রমাণস্বরূপ মেডিকেল রিপোর্ট দেখানো হোক। গ্রামের মানুষ কীভাবে প্রকাশ্যে এসে বলবেন যে তাঁরা ধর্ষিত হয়েছেন বলে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট মহিলা। পাশাপাশি ক্যামেরার সামনে তিনি আরও বলেন, তাঁর উপর অত্যাচার হয়নি ঠিকই কিন্তু গ্রামের অনেক মহিলা রয়েছেন, যাঁদের সঙ্গে এসব হয়েছে।
আরও পড়ুন: Sandeshkhali: 'আমরা কি মানসম্মান ফেরৎ পাব?' প্রশ্ন সন্দেশখালির মহিলাদের
শুনুন কী বললেন ওই মহিলা...
#WATCH | A victim of violence against women in West Bengal's Sandeshkhali tells her ordeal, says,"...We are being asked to show medical report to prove rape... How can the women of the village come forward and say they have been raped? I have not been raped but this has happened… pic.twitter.com/LSIRCumSlF
— ANI (@ANI) February 14, 2024