
রাতের অন্ধকারে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে মদ্যপ যুবকদের হাতে হেনস্থার শিকার হলেন এক আরপিএফ জওয়ান। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) ডিএস কলোনীর কাছে সবুজ সংঘের মাঠে। জানা যাচ্ছে, বাড়ি ফেরার পথে কটুক্তির শিকার হন তাঁর স্ত্রী। সেই সময় আরপিএফ জওয়ান প্রতিবাদ করায় তাঁর ওপর চড়াও হয় যুবকরা। অভিযোগ, তাঁকে মারধর করে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। রবিবার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত।
স্ত্রীকে কটুক্তি করায় প্রতিবাদ করেছিলেন জওয়ান
জানা যাচ্ছে, আলিপুরদুয়ার স্টেশনে কর্মরত পাপন বর্মন এদিন স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন সবুজ সংঘের মাঠে বসে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। তাঁরাই প্রথমে জওয়ানের স্ত্রীকে কটুক্তি করেন। এর প্রতিবাদ করায় তাঁর ওপর চড়াও হন অভিযুক্তরা। অভিযোগ, তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তাতে মাথাও ফেঁটে যায়। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
পলাতক অভিযুক্তরা
পরিবারের অভিযোগ, এর আগেও জওয়ানের স্ত্রীর উদ্দেশ্যে কটুক্তি করা হয়ছিল। সেই সময়ও প্রতিবাদ করেছিলেন তিনি। তবে এবার তাঁর ওপর প্রাণঘাতী হামলা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।