কলকাতা, ২৭ অগাস্ট: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর বিচার চেয়ে মানুষ যখন পথে নামতে শুরু করেছেন, সেই সময় একটি নয়া ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, আরজি কর হাসপাতালের সেমিনার রুমে বহু মানুষের ভিড়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে বহু প্রশ্ন উঠতে শুরু করে। সেমিনার রুমের যে ভিডিয়োটি ভাইরাল হয় সেখানে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ আরও বহু মানুষকে দেখা যায় বলে দাবি করা হয় ওই ভিডিয়োতে। সেদিন চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর সেখানে একাধিক মানুষ কেন হাজির হন বলেই প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। (ভিডিয়োর কোনও তথ্য যাচাই করেনি লেটেস্টলি বাংলা ডট কম)
আরও পড়ুন: Nabanna Abhijan: লোহার ব্যারিকেড থেকে কড়া নজরদারি, নবান্ন অভিযানকে কেন্দ্র করে সতর্ক পুলিশ
আরজি কর হাসপাতালের সেমিনার রুমের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রস সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray) (একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী)। সুখেন্দু শেখর রায় ওই ভিডিয়ো দেখে প্রশ্ন তোলেন, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর সেমিনার রুমে বহু মানুষ ভিড় জমান। যাঁদের ওই সেমিনার রুমে দেখা যায়, তাঁরা কারা বলে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। কেন তাঁরা সেমিনার রুমে হাজির হন? কার অনুমতিতে তাঁরা সেমিনার রুমে প্রবেশ করেন? সেমিনার রুমে যাঁদের দেখা যায় সিবিআই বা কলকাতা পুলিশের তরফে তাঁদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সেমিনার রুমে হাজির ব্যক্তিদের যদি জিজ্ঞাসাবাদ না করা হয়, তাহলে কেন বলেও প্রশ্ন তোলেন সুখেন্দু শেখর।