কলকাতা, ২৭ অগাস্ট: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের' ডাকা নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ছাত্র সমাজের নবান্ন (Nabanna) অভিযানে বিশৃঙ্খলা রুখতে কলকাতা (Kolkata) জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়ার সাতরাগাছিতেও কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ (Police)। মঙ্গলবারের নবান্ন অভিযানে যাতে কোনওভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। হাওড়ার দিক থেকে নবান্নতে যাওয়ার যে রাস্তা রয়েছে, সেখানে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনওভাবে যাতে ব্যারিকেড পেরিয়ে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের' সদস্যরা সামনে এগোতে না পারেন, সে বিষয়ে চলছে কড়া নজরদারি।
নবান্নের সামনে কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করল পুলিশ, দেখুন সেই ভিডিয়ো...
#WATCH | West Bengal: Security tightened around Nabanna, which houses the State Secretariat, and across Howrah in wake of a march to Nabanna, called over RG Kar Medical College and Hospital rape-murder case. pic.twitter.com/1OetK5SU9M
— ANI (@ANI) August 27, 2024
আরজি কর (RG Kar) হাসপাতালে (Hospital) চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের (Kolkata Doctor Death) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেন চিকিৎসকরা। যার জেরে স্তব্ধ হয়ে যায় দিল্লি থেকে কলকাতার হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সম্প্রতি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জুনিয়র ডাক্তাররা নিজেদের কর্ম বিরতি প্রত্যাহার করে নেন দেশের অন্যত্র। তবে কলকাতার জুনিয়র ডাক্তারদের তরফে কর্ম বিরতি চালিয়ে যাওয়ার কথা জানানো হয় স্পষ্টভাবে।
নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোটা কলকাতা-সহ হাওড়াতেও কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ। দেখুন সেই ছবি...
#WATCH | West Bengal: Security personnel deployed across Kolkata and all Police arrangements in wake of a march to Nabanna, called over RG Kar Medical College and Hospital rape-murder case.
Visuals from Santragachi Barricade in Howrah. pic.twitter.com/8cZn9q0VV9
— ANI (@ANI) August 27, 2024