West Bengal Additional DGP (Law & Order) MK Verma (Photo Credits: ANI)

আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামক একটি গোষ্ঠী। তবে এই কর্মসূচি সম্পূর্ণ 'বেআইনি' জানিয়ে দিল রাজ্য পুলিশ। এই অভিযানের জন্যে পুলিশের কাছে কোনরকম অনুমতি চাওয়া হয়নি বলে সোমবার সাংবাদিক বৈঠকে উল্লেখ করলেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ কুমার ভার্মা (MK Verma)। তিনি জানান, নবান্ন একটি সংরক্ষিত এলাকা। তাই এখানে এই ধরণের কোন অভিযান কিংবা কর্মসূচির আগে পুলিশের কাছে অমুনতি নিতে হয়। পুলিশ সিদ্ধান্ত নেবে কর্মসূচির অনুমতি দেওয়া যাবে কিনা। কিন্তু কোন সংগঠনের তরফে কোনরকম অনুমতি নেওয়া হয়নি। তাই এই নবান্ন অভিযানের কর্মসূচি বেআইনি।

এদিকে নবান্ন অভিযান ঘিরে বিজেপির দিকে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। একটি গোপন ভিডিয়ো সামনে এনে শাসক শিবিরের অভিযোগ, নবান্ন অভিযানের নামে মিছিলে গুলিবর্ষণ এবং খুনের ছক কষেছে বিজেপি। ফাঁস হওয়া ওই ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) এক ব্যক্তিকে বলতে দেখা যাচ্ছে, বডি পড়বে। রাবার বুলেট চলছে'।

আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ে জারি করা হয়েছে বেশ কছু নিষেধাজ্ঞা। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শহরের একাধিক রাস্তায় মঙ্গলবার ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী কোন গাড়ি চলাচল করতে পারবে না।

এদিকে আগামীকাল মঙ্গলবার ২৭ অগাস্ট ইউজিসি নেট সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। ছাত্র সমাজের নবান্ন অভিযানের এই কর্মসূচির জেরে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্যে রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ।