দিল্লি, ৯ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টে (Supreme Court) শুরু হল আরজি কর (RG Kar) মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার শুরু হয় আরজি কর মামলার শুনানি। যেখানে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলও হাজির হন। সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতেই মুখ বন্ধ খামে সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দেয়। সিবিআইয়ের রিপোর্ট পেয়ে তা খতিয়ে দেখা শুরু করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম কোর্টে বন্ধ বন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই (CBI) । পালটা মন্তব্যও করা হয় রাজ্যের তরফে। সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি, আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে ইতিমধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসক তরুণীর উপর নির্মম অত্যাচার চালানো হয়। ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। আরজি করে চিকিৎসক তরুণীর গণধর্ষণের ঘটনার ১ মাসের মাথায় ফের সুপ্রিম কোর্টে শুরু হল এই মামলার শুনানি।