Sanjay Roy (Photo Credit: X)

কলকাতা, ৬ সেপটেম্বর:  আরজি করে (RG Kar) চিকিৎসক তরুণীর উপর গণধর্ষণ হয়ত চলেনি। চিকিৎসকর (Doctor Death) তরুণীর উপর গণধর্ষণ নাও হতে পারে এবং ওই ঘটনায় সঞ্জয় রায়ই (Sanjay Roy) একমাত্র অভিযুক্ত। প্রাথমিকভাবে সিবিআইয়ের তরফে এমনই খবর মিলছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। এমনকী আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যেই সিবিআই রিপোর্ট জমা দেবে বলেও খবর মিলছে। রিপোর্টে প্রকাশ, সঞ্জয় রায়ের গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত বিভিন্ন জনের  ১০০বার বক্তব্য রেকর্ড করা হয়েছ। সেই সঙ্গে একাধিক ব্যক্তির ১০বার পলিগ্রাফ টেস্টও সম্পন্ন বলে খবর।

সবকিছু মিলিয়ে ৯ অগাস্টের ভয়াবহ ধর্ষণ এবং খুন-কাণ্ডে পুলিশ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেমন আর্থিক দুর্নীতির মামলায় তদন্ত শুরু করেছে, তেমনি শুক্রবার প্রসূন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকেও আটক করা হয়।

আরও পড়ুন: RG Kar Case: Sandip Ghosh ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক ইডির, বললেন, 'যা জানা ছিল, সব বলে দিয়েছি'

সন্দীপ ঘোষের পিএ হিসেবে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায় আটকের পর জানান, তিনি যা যা জানতেন, তার সবটা বলে দিয়েছেন। সবকিছু মিলিয়ে আরজি কর-কাণ্ডের পর ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি।