Bratya Basu (Photo Credit: Twitter)

কলকাতা, ১৫ মে: আগামী সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (HS Examination 2023 Results)। চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশিত হবে আগামী ২৪ মে, বুধবার। পরীক্ষা শেষের দু মাসের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে। আগামী ২৪ মার্চ দুপুর সাড়ে ১২টা থেকে কাউন্সিলের ওয়েবসাইটে দেখা ও ডাউনলোড করা যাবে ফল। ফল ঘোষণার এক সপ্তাহ পর, ৩১ মে স্কুলে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে । এমন কথাই ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সোমবার শিক্ষামন্ত্রী টুইট করে জানালেন, সাংবাদিক বৈঠকের মাধ্যমে ওই দিন বেলা ১২টায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে সংসদ।

দেখুন টুইট

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন সাড়ে আট লক্ষ পরীক্ষার্থী। ১৪ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলেছিল ২৭ মার্চ।