Mamata Banerjee Photo Credit: Twitter/ANi

কলকাতা, ২২ এপ্রিল: শনিবার সকালে কলকাতার রেড রোডে ঈদের নমাজ অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ঈদে সকলকে শান্তিতে, একসঙ্গে থাকার বার্তা গিলেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলায় যাতে অশান্তি হয় তার সব রকম চেষ্টা করছে বিজেপি সরকার। তাই কারও প্ররোচনায় পা দেবেন না। কোনওভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান। মমতার সঙ্গে এদিন রেড রোডে ঈদের অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

দেখুন ভিডিয়ো

এই মঞ্চ থেকে মমতা অভিযোগ করলেন, বিজেপি আমাদের দেশের সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। সঙ্গে মমতার অভিযোগ, কিছু মানুষ রাজনীতিতে স্বার্থসিদ্ধির জন্য ঘৃণা ছড়িয়ে দেশকে ভাগ করার চক্রান্ত করছে। তিনি দেশের মানুষকে ভাগ করা রুখতে নিজের জীবন দিতেও প্রস্তুত বলে মমতা জানান। আরও পড়ুন-পুঞ্চে জঙ্গি হামলায় পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঈদ উপলক্ষে কলকাতার রেড রোডে চলছে নমাজ পাঠ-প্রার্থনা। মুসলিম ধর্মাবলম্বীরা গত একমাস রোজা রাখার পর পবিত্র রমজানের শেষে এদিন মিলিত হয়ে খুশির ঈদে সামিল হলেন। শনিবার রেড রোডে ঈদের নামাজ পড়তে কয়েক লক্ষ মানুষের সমাগম হল। করোনা কালে দু বছর বন্ধ থাকার পর গত বছর রেড রোডে ফিরেছিল ঈদের নমাজ।