প্রতীকী ছবি (Photo Credit: X)

রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগণার দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নুর ওরফে মুকুল রহমানকে প্রায় ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট(ED) । গতকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বেলা ১২ টা নাগাদ হাজির হন জেলবন্দী ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় আলিফ ও আনিসুর।আজ (২ অগস্ট, শুক্রবার) কোর্টে হাজির করানো হবে দু’জনকে।

গত মঙ্গলবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস এবং আনিসুর ও আলিফের বাড়ি, চালকল সহ ১০ টি জায়গায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল তাঁরা।পাশাপাশি আব্দুল বারিকের রাজারহাটের ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। তাঁর ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। রাতে বারিকের ফ্ল্যাট ছাড়ার সময় প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান তাঁরা।আব্দুল বারিকের নথিতে দুবাই সংযোগ মেলে।

ইডির অন্য একটি দল দেগঙ্গায় বাকিবুরের আত্মীয় আলিফের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায়। সেখানে প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযানের শেষে বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ ছাড়া বেশ কিছু নথিপত্র এবং ১৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে তারা। এর পরেই আব্দুল বারিক এবং রহমান ভাইদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়।  সেই তলবেই বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন আনিসুর এবং আলিফ। এ দিন গভীর রাতেই গ্রেফতার করা হল তাঁদের।

STORY | West Bengal: ED arrests #TMC leader in ration distribution scam

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও রেশন দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে। রেশন দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী বাকিবুর রহমানও। এ বার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেফতার করল ইডি।